নিশির স্বপ্ন আমার, ঘুমে আছে বনে।
ডাকি তারে সারা বেলা, কানে নাহি শুনে।
ঘুম ঘুম চাহনিতে, আসে ধীর পায়ে।
জেগে রাখে যেন তার, কচি হাতে ছুঁয়ে।
আলো মাঝে তন্দ্রা মুছে, খুঁজি তার রুপ।
না পেয়ে খাটের পরে, বসে রই চুপ।
ঝিলমিল আলো জ্বলে, চোখের তারায়।
স্বপ্ন দেখতে আবার, শুই বিছানায়।


এ কেমন স্বপ্ন হায়, মন ভাঙে গড়ে।
সারা নিশি হাহাকারে, বুক জ্বলে পুড়ে।
বহু দূরে স্বপ্ন রয়, মনে হয় কাছে।
ছুঁতে গেলে ছায়া হয়ে, কষ্ট দেয় পিছে।
জীবনের নানা কিছু, জন শূন্য ভূমি।
স্বপ্নের মতন যেন, দিয়ে যায় চুমি।


রচনা কাল ঃ
১৯/০৬/২০১৭ ইং
১ঃ৪৪ পিএম।