আর কত কাল তুমি, বাইবারে নাও।
ও মন আমার মন, মুখ প্রাণে চাও।
জীবন ফুরিয়ে গেল, শুকে গেল মুখ।
চুল গুলো পেকে গেল, নেই আর সুখ।
নেই শীত তবু হায়, কম্বল জড়াই।
জীবন নদীর তীরে, গেছি যে পৌঁছাই।
নেই সাধ নেই স্বপ্ন, সব চলে গেল।
তিন দিনের দু'দিন, যেন চলে গেল।


একদিন সব ছিল, আজ কিছু নেই।
শত পথ ছিল খোলা, আজ খোলা নেই।
একটি পথের দেখা, ছিল মোর বাকী।
সে পথে এবার যেতে, হবে যে একাকী।
তাই ভেবে মন যেন, হয় দিশেহারা।
সে পথ কখন যেন, ডাকবে ইশারা।


রচনা কাল ঃ
০৪/০৫/২০১৭ ইং
৯ঃ০৭ পিএম।