মোর বাড়ি আম গাছ, চারদিক ঘেরা।
নানান জাতের আম, গাছে থাকে ভরা।
কাঁচামিঠা আম আছে, খেতে লাগে ভাল।
আষাঢ়ে পাকে সে আম, দেখতেও ভাল।
বৈশাখ মাসের শেষে, কিছু আম পাকে।
মিষ্টি ভরা আম যেন, পূর্ব দিকে থাকে।
ডালে ডালে পাকা আম, জৈষ্ট্য মাস জুড়ে।
ঘরে আমের ডালায়, আম শুধু বাড়ে।


আম গাছে পাখি উড়ে, পাকা আম খায়।
সারা দিন ঘুরে ফিরে, গাছের শাখায়।
কিছু পাখি মুখে করে, আম নেয় দূরে।
কিছু আম রেখে দেয়, যেন আটি করে।
ফলে ভরা জৈষ্ট্য মাস, মুখে ফোটে হাসি।
খাই দাই গান গাই, বড় ভালবাসি।


রচনা কাল ঃ
০৭/০৮/২০১৭ ইং
৯ঃ৪৭ পিএম।