জল ভরা নদী পরে, তরী যেন তাজা।
ফুলে ফুপে ঘুরে ফিরে, জল চলে সোজা।
নদী জলে কত ফুল, ফোটে আর ভাসে।
মুগ্ধ দু'নয়ন যেন, মিটিমিটি হাসে।
বাতাসে নদীর জল, ওঠে দুলে দুলে।
তার সাথে কচি পাতা, ভরা ফুলে ফুলে।
মাছ যেন উঁকি দেয়, স্রোত ভরা পানি।
সন্ধ্যা বেলা সূর্য জলে, ডুবে যায় জানি।


ভাঙে গড়ে নদী কূল, এই তার খেলা।
প্রকৃতির নানা ছলে, কেটে যায় বেলা।
আঁকাবাঁকা নদী চলে, তার ধারে বন।
পাখি সুখে উড়ে যায়, পাবে নাকি ধন।
প্রকৃতি রঙিন চোখে, দেখে এই ধরা।
সবুজ শ্যামল দেশে, যেন হয় ফেরা।


রচনা কাল ঃ
৩০/০৭/২০১৭ ইং
৯ঃ৪৬ পিএম।