পথের দু'ধারে যেন, সারি সারি করে;
কাঁঠাল গাছের চারা, বোনে যন্ত করে।
কাঁঠালের মিষ্টি রোয়া, খেতে ভাল লাগে।
খুশি হয় পাতা খেয়ে, ছাগ ও ছাগলে।
কাঁঠাল গাছের ছায়া, বড় মধুময়।
উঠান মধ্যে থাকলে, লোক বসে রয়।
মূল হতে ধরে ফল, গাছ যায় ভরে।
দেখতে অনেক ভাল, খেলে পেট ভরে।


কাঁঠাল গাছের ঝোপে, ঘুঘু বোনে বাসা।
সারা দিন ডাকে তারা, যেন ডাক খাসা।
বাসার পাশের ডালে, বসে থাকে তারা।
এ ডাল ও ডাল উড়ে, সারা দিন ভরা।
মিলেমিশে বসে বাসা, আগে আর পরে।
ঘুম ঘুম ডাকে যেন, মন যায় ভরে।


রচনা কাল ঃ
০৮/০৮/২০১৭ ইং
২ঃ৫৮ পিএম।