কেন এত দূরে থাকো আসো কাছাকাছি
যত দূরে যাও তুমি পাশাপাশি আছি।
স্বপ্ন গুলো দিবানিশি করে জ্বালাতন
মন ভাঙে মন গড়ে তাই সারাক্ষণ।
দূর বহু দূরে তারা জ্বলে চাঁদ সনে
ফুল ফোটে ফুল ঝরে তাই নানা বনে।
শুধু ব্যথা এই প্রাণে আর সবে সুখী
ভালবেসে কতজনে হয় পোড়ামুখী।


চারদিকে হাহাকার কোথা সুখ নাই
বিরহের সুরে একা গান গেয়ে যাই।
এই প্রাণে শুধু কষ্ট বাঁচা বড় দায়
স্বপ্ন গুলো দিবানিশি খেলা করে যায়।
হৃদয়ের কান্না কারো যায় নাহি কানে
সুখ ভরা মন ব্যথা কতটুকু জানে?


রচনা কাল : ২৬/০৪/২০১৯ ইং