দূর হতে বহু দূরে আরো কত দূরে
আছো তুমি বধূ বেশে মন ভেঙেচুরে।
আঁধারে অশ্রু জড়ায় এই দু'নয়নে
পুরনো স্বপ্নের মত রেখেছো কি মনে?
কৃত্রিম আদর পেয়ে ভুলে গেছো সব
করো না গো কারো সাথে আর কলরব?
যখন ছিলে আমার হাসি ছিল মুখে
আজো বুঝি মিথ্যে বলে চোখ বুজো সুখে?


প্রিয়া তুমি কি আমায় সত্যি ভুলে গেছো
আমার দেয়া আদর কোথা কি পেয়েছো?
দূরে গেলে পথ চেয়ে প্রাণ কেঁদে যায়
আমার মতন কেউ খোঁজে কি তোমায়?
কেন জানি আজ মন শুধু প্রশ্ন করে
তার কি উত্তর আছে গেলে পর ঘরে?


রচনা কাল : ১৩/০৬/২০১৮ ইং