আমি লেখা লেখি নিয়ে যতটা ভাবতাম তার থেকে চার গুন বেশি ভাবতাম লেখা কিভাবে কোথায় প্রকাশ করবো। ফেসবুক ইন্টারনেট ঘেটে অনেক গুলো প্রকাশনীর খোজ পেলাম। তাদের সাথে ফোনে কথা বললাম। সব প্রকাশকেরই কথা একটা বই বের করতে হলে সর্বনিম্ন ১৮-২০ হাজার টাকা খরচ হবে। মনটা খুবই খারাব হয়ে গেল। এত কষ্ট করে লিখবো তারপর প্রকাশ করতে এত টাকা লাগবে। তখন থেকে লেখা লেখি একেবারে বাদ হয়ে গেল।


একদিন ইন্টারনেটে কিছু কবিতা পড়তে ছিলাম। হঠাৎ করে চোখে পড়ল কবি হিসাবে যোগ দিন। যাহোক কবি হিসাবে যোগ দিলাম। প্রথম প্রকাশিত হল আমার কবিতা "মামার বাড়ি " বাংলা- কবিতা ওয়েব সাইটে । প্রকাশের তারিখ ০৩/১১/২০১৬ ইং। কয়েক জন কমেন্ট করল। খুশিতে মনটা ভরে গেল। তখন থেকে আবার লেখা শুরু করলাম।


আজ ১১/১১/২০১৭। বাংলা-কবিতা ওয়েব সাইটে আমার প্রকাশিত লেখা দাঁড়িয়েছে ৩৬৫ টি।


বাংলা-কবিতা সাইট থেকে অনেক উৎসাহ পেয়েছি। আজ আমার মোট কবিতার সংখ্যা ১২৩৮ টি।


বাংলা-কবিতা ওয়েব সাইটের প্রতি অনেক অনেক ভালবাসা এবং শুভ কামনা রইল।