আমার বন্ধু যখন পাশে বসে ছিল
হৃদয়ের সব কষ্ট, যেন ছুটি নিল।
বুকের ভেতর এক নীরব কম্পন;
দুলতে থাকল সুখে যেন সারাক্ষণ।
কোন স্মৃতি কোন কষ্ট আসে নি সেথায়
হাসি মুখে শুধু কথা প্রাণ বলে যায়।
তাই সে ভেবেছে আমি আছি মহাসুখে
আমিও ভেবেছিলাম, চেয়ে তার মুখে।


আমার বন্ধু ফিরল ধীর পায়ে হেঁটে
ধপাস করে বুকটা গেল যেন ফেটে।
আবার পুরনো স্মৃতি সব এলো ফিরে
চারদিকে তারা চেয়ে রয় মোরে ঘিরে।
আমি অবাক নয়নে বেদনার প্রাণে;
চোখ তুলে তাকাতেই ধরে শুধু টানে।


রচনা কাল : ১৩/০৫/২০১৮ ইং