তুমি যে কত আপন, নেই জানা নেই।
তোমায় স্মরণ হলে, ঘরে নাহি রই।
ছুটে যাই পথ ধারে, দেখতে তোমায়।
বার বার চেয়ে থাকি, যেন এলে হায়।
এই পথে যদি কেউ, হেটে যায় চলে;
মনে হয় তুমি যেন, যাও হেলে দুলে।
শত কথা মনে যেন, রয় শুধু জমা।
শুনে  যাও কাছে এসে, ওগো প্রিয়তমা।


গান গাই অগোছালো, নেই তার সুর।
মনে এসে কত প্রেম, হয় ভরপুর।
কন্ঠে নেই কোন কথা, তুমি নেই বলে।
সুখ রয় বহু দূর, যেন শাখা ডালে।
বহু দিন পরে তুমি, এলে মোর ঘরে।
হৃদয় আবার যেন, সুখে গেল ভরে।


রচনা কাল ঃ
০৬/০৮/২০১৭ ইং
৮ঃ০৯ পিএম।