কত কষ্ট পেল মন আর কত পাবে
শেষ কেন হয় না রে কোন ছল ভাবে।
এত ব্যথা এই প্রাণে আর তো সহে না
কাঁদে মন নিশিরাতে কেউ তো বোঝে না।
ঘুমহারা দিবানিশি শুধু মন ভাবে
কত দিন পাড় হলে মন সুখ পাবে।
কত দিন হয়ে গেল সুখ কাছে নাই
সুর ছাড়া কেমনে গো আমি গান গাই।


কেউ বোঝে না আমার কষ্টে প্রাণ যাবে
নীরব দেখে সবাই মহাসুখী ভাবে।
আমি একা ভাবি কত সুখের আশায়
সুখ দূরে থেকে শুধু আমায় কাঁদায়।
পুড়ে গেছে দেহ মন কিছু বাকি নাই
সুখ ফিরে আসে যদি দেখবে যে ছাই।


রচনা কাল : ০৭/০৫/২০১৮ ইং