বাঁশ ঝাড় আঁকাবাঁকা, কুঞ্চি দিয়ে ঘেরা।
তার মাঝে পাখি বসে, গানে দিশেহারা।
মিষ্টি মিষ্টি কত গানে, মুখরিত বন।
কিচিরমিচির শব্দ, যেন বড় ধন।
হালকা বাতাসে নড়ে, বাঁশ ঝাড় পাতা।
চারদিকে রোদ জ্বলে, ঝিকমিক যা তা।
কানাকুয়া চুপ করে, থাকে বাঁশ ঝাড়ে।
মাঝে মাঝে ঘুরে ঘুরে, বাঁশ পাতা পড়ে।


কত কিছু বাঁশ ঝাড়ে, ঘটে দিবা নিশি।
প্রজাপতি ডানা মেলে, দোয়েলের বাঁশি।
কুঞ্চি পরে কুঞ্চি গেছে, তার পরে বাসা।
বাঁশ পাতা দিয়ে গড়া, যেন ঘর খাসা।
বাঁশ ঝাড়ে বসে যেন, পাখির আসর।
দুটি পাখি মিল হলে, ভাঙে সে আসর।


রচনা কাল ঃ
৩১/০৭/২০১৭ ইং
৩ঃ১৫ পিএম।