বাংলা মায়ের জঠরে, ঘুমে রয় খোকা।
মায়ে তার ফল মূলে, ভরে রাখে ছিকা।
বাংলার মাটির ছেলে, পড়ে রয় মাটি।
মায়ে বলে খোকা তার, সোনা রুপা খাটি।
মা মাটির বুক চিড়ে, খোকা খোঁজে ফল।
মা যেন দু'হাত ভরে, দেয় যে ফসল।
মার বুকে বসে খোকা, রৌদ্র মাঝে হাসে।
এমন মিলন মেলা, আর কোথা বসে।


বাংলা মায়ের আঁচলে, মুখ লুকে খোকা;
চেয়ে দেখে বিশ্ব ধরা, চুপি চুপি একা।
মায়ের সাথে তুলনা, করে শত দেশ।
পিছে পড়ে সব দেশ, মায়ে হাসে বেশ।
এমন মায়ের কোলে, খোকা খুকি মিলে;
আরাম আয়েশে থাকে, যেন চিরকালে।


রচনা কাল :
১৫/০৭/২০১৭ ইং
১০ঃ০২ পিএম।