হে স্বাধীন বাংলাদেশ, প্রাণ বিনিময়ে ;
করি তোমায় স্বাধীন, রক্ত ঢেলে দিয়ে।
গড়েছি তোমায় বিশ্বে, উঁচু করে শির।
কোটি বাঙালির বুকে, হয়ে আছো পীর।
গর্ব করি সারা বিশ্বে, উঁচু করে মাথা।
দূরে যায় সব চলে, যত আছে ব্যথা।
স্বপ্ন আঁকি কত শত, হৃদয় পিঞ্জরে।
তুমি মোর বিশ্ব মাতা, রাখি বুকে ধরে।


তোমার ছেলের দল, হাসে খেলে মাতা।
ডিজিটাল রুপে তুমি, খুঁজো কোন পিতা।
তোমার রুপের মায়া, নেই যে তুলনা।
বিশ্ব আজ রুক্ষ ভরা, মা তাতে যেও না।
তোমার কোমল কোলে, রেখো মা আমায়।
নকল রুপে তোমায়, রেখো না সাজায়।


রচনা কাল ঃ
২৫/০৭/২০১৭ ইং
৩ঃ৩৯ পিএম।