রাস্তায় হাটতে ছিলে, একা ধীরে ধীরে।
চোখ দুটো লাল ছিল, চোখে জল ভরে।
হয়তো ফিরতে ছিলে, কোন স্কুল হতে।
না হয় মাদ্রাসা থেকে, মার খেয়ে হাতে।
আমার সাথে যখন, হল দেখা হায়।
কান্না সুরে বলে গেলে, ব্যথা নাহি সয়।
যাবো না আর পড়তে, ওই মাদ্রাসায়।
শুধু শুধু মারে হাতে, তাই হয় ভয় ।


মিটিমিটি হেসে আমি, মুখ প্রাণে চাই।
মুখে আর কোন কথা, যেন আর নাই।
ভালবেসে কাছে টেনে, বলি মিষ্টি করে।
পড়াশোনা তবু হায়, যেতে হবে করে।
মোর কথা শুনে পরে, মুখে ফোটে হাসি।
তাইতো তোমায় আমি, এত ভালবাসি।


রচনা কাল ঃ
২০/০৪/২০১৭ ইং
৯ঃ৫৬ পিএম।