কোথা গেলে পাবি সুখ মন রে আমার
এই ভবে দেহ যেন পোশাক সবার।
ধীরে ধীরে এই দেহ ঘোলা হয়ে যাবে
কেন এত দাম তার সারা এই ভবে।
দেহ দেখে প্রেম করে মূর্খ নয় বোকা
ছলেবলে মন পোড়ে খায় শুধু ধোকা।
আসল জিনিস কেহ নকল বানায়
নকলের চকচকে পথ যে হারায়।


সুন্দর দেহের লাগি মন যে পোড়ায়
সেই মন সত্য মন কোথা নাহি পায়।
মন ভরা সত্য গুন লাগবে না দেহ
যদি ভাবে এই কথা ঠকবে না কেহ।
শাহিন বলে সবারে সত্য বোঝ দেখে
অন্ধ সুখ ছেড়ে দিয়ে সত্য নাও শিখে।


রচনা কাল : ১৪/০২/২০১৮ ইং