আমি দেখেছি জোনাকি  আঁধার বেলায়
বাঁশবনে উড়ে উড়ে জ্বলছে সেথায়।
অন্ধকার ঢেকে দিতে কত পরিশ্রম
পাখা ঝাপটায় দ্রুত যেন ফাটে দম।
মিটিমিটি আলো জ্বেলে তারা সুখে হাসে
মেঘে ঢেকে নেভে চাঁদ ওই নিলাকাশে।
বাঁশ বনে আলো জ্বেলে বোনে স্বপ্ন জাল
সূর্য যদি নাহি ওঠে ধরবে যে হাল।


ভোর বেলা সূর্য ওঠে পাখি গান গায়
জোনাকিরা বন ছেড়ে কোথায় হারায়?
যারা ছিল অন্ধকারে বসে চুপিসারে
তারা দিনে হাসে খেলে যেন বারে বারে।
যার আছে যত শক্তি স্বপ্ন তার মাঝে
তাহলে মিটবে আশা যেন সব কাজে।


রচনা কাল : ৩১/০৫/২০১৮ ইং