মন চায় তোরে নিয়ে, ভেসে যাই জলে।
দূর হতে বহু দূরে, শেষ নদী কূলে।
মন চায় তোরে নিয়ে, পাখির মতন;
ডানা মেলে উড়ে যাই, যেন কোন বন।
মন চায় তোরে নিয়ে, থাকি সারাক্ষণ।
কোনো এক বন্ধ ঘরে, মেলে যেন প্রাণ।
স্বপ্ন জুড়ে রাত ভরে, তোর আনাগোনা।
ভালবাসি কত তোরে, বুঝতে পারি না।


হৃদয়ের ভাজে ভাজে, শুধু তোর নাম।
ভালবেসে তোরে যেন, দিয়ে যাই দাম।
তোর কথা ভেবে ভেবে, ভালবাসা বাড়ে।
দূর পথ যায় কমে, ফেরা ছোট নীড়ে।
সুখ পাখি কানে কানে, বলে যায় কথা।
জুড়ে যায় মন যেন, যত আছে ব্যথা।


রচনা কাল ঃ
০৬/০৮/২০১৭ ইং
১ঃ৫০ পিএম।