কোথায় যেন দেখেছি, হলুদ শাড়িতে।
তারে চাই বার বার, হৃদয় বাড়িতে।
কার যে আঁচল তলে, আছে সে লুকায়।
কখনো কি কোন দিন, খুঁজে পাবো তায়।
প্রতি রাতে স্বপ্নে আসে, ঘুম ভেঙে নাই।
আঁধারেতে তার দেখা, আলো মাঝে ছাই।
ভালবেসে মন যেন, আজ তারে চায়।
কোথা গেলে পাবে খুঁজে, পথ যে হারায়।


যমুনার তীর ধরে, তরী বেয়ে যাই।
মাঝে মাঝে গান গেয়ে, মনে  সুখ পাই।
সন্ধ্যার বাতাসে কার, গন্ধ আসে ভেসে।
মন করে আনচান, পুবে জল হাসে।
এমনি সময় হায়, দেখা মেলে তার।
মনের জমানো কথা, বলি বার বার।


রচনা কাল ঃ
২৩/০৪/২০১৭ ইং
৮ঃ৪০ পিএম