মোর বাড়ি গলা জল, চাল ছুঁই ছুঁই।
কোথা যাবো কত দূর, কার কাছে কই?
চলতে ফিরতে কষ্ট, উঠানের তরে।
রোদ হাসে গলা জলে, খোকা কান্দে ঘরে।
রান্না বান্না ঘর পরে, ধোয়া লাগে মুখে।
কাশি আসে শিশু কাঁদে, দিন কাটে দুঃখে।
মাঝে মাঝে বর্ষা ঝরে, চালে থাকা দায়।
দুনিয়ার সব দুঃখ, আসে যেন হায়।


সিরাজগঞ্জ জেলায়, যমুনার জলে ;
ভেসে যায় কত বাড়ি, কত বাড়ি তলে।
কারো ঘরে চাল নেই, কারো ঘরে খড়ি।
ঘোলা জল কেহ যেন, ভরে রাখে হাঁড়ি।
এমন বর্ষার দিনে, কষ্টে ভরে মন।
কারো কারো অশ্রু জল, ভাসায় ভুবন।


রচনা কাল ঃ
০৯/০৭/২০১৭ ইং
২ঃ৩৪ পিএম।