মুখটা ফিরিয়ে নিয়ে দিলি বড় জ্বালা
বুকের ভেতর কান্না গলে তৃষা মালা।
সুখের স্বপন দেখে পাই মনে কষ্ট
আড়ালে একেলা বসে দেহ করি নষ্ট।
রক্তাক্ত শরীর যেন ব্যথা নাহি ধরে
হৃদয় গভীর ব্যথা সব খানে ছড়ে।
মধুর মুখের কথা বিষে আজ ভরা
প্রাণের ভেতর বয় ধূধূ মরু খরা।


আশার প্রদীপ নিভে হয়ে গেছে ধোঁয়া
মায়ার বাঁধনে বেঁধে যাবে নাহি ছোঁয়া।
অনেক মানুষ আছে এই পৃথিবীতে
মনের মতন তুই, ঘরে চাই নিতে।
এভাবে কাঁদিয়ে তুই যাস নাহি আর
আদরে ভরিয়ে দিবি মন একবার।


রচনা কাল : ১৭/১১/২০১৯ ইং