কাজ নাই কাম নাই ঘুরি ফিরি খাই
ছাত্র নামে চলি বলি স্বাধীনতা পাই।
মা বাবা অনেকে বলে ভাল করে পড়
ভবিষ্যৎ পৃথিবীকে ভাল রূপে গড়।
নিজে না বুঝেই আমি সবারে বুঝাই
হা হা আমি ভাল ছাত্র জানে যে সবাই।
গর্ব করে মোরে নিয়ে আপন জনায়
বোকার মতন কান্ড যেন ঘটে যায়।


দশম শ্রেণীতে পড়ি কথা বলি পাকা
মাস্টার্স পড়ুয়া ছাত্র খায় যেন ছ্যাঁকা।
হাফ ডজন বান্ধবী থাকে সারাক্ষণ
সিগারেটের ধোয়ায় সুখ সর্বক্ষণ।
পরীক্ষার রাতে শুধু কিছু কিছু পড়ি
কোন মতে পাশ করে ছাত্র রূপে গড়ি।


রচনা কাল : ০৯/০২/২০১৮ ইং