কাঠুরে কুড়াল নিয়ে, চলে যায় বনে।
সংসারের কষ্ট যেন, ছাড়ে গানে গানে।
ছেলে মেয়ে চারজন, অনাহারে তারা।
কাঠুরের চিন্তা তাই, রৌদ্র পোড়া খরা।
কাঠ কাটে বিক্রি করে, কষ্টের সংসার।
এই ভাবে বহু দিন, চলে যায় তার।
একদিন তার তরে, কি ঘটল হায়।
সংসারের চাবি কাঠি, জলে পড়ে যায়।


আকাশ বাতাস কাঁদে, কাঁদে বন পাখি।
অন্তরে অন্তর ফাটে, দুঃখ কোথা রাখি।
চার ভাই বোন কাঁদে, ধরে শক্ত মাটি।
ধীরে ধীরে কান্না যেন, থেমে আসে ভাটি।
ছেলে মেয়ে দুয়া করে, খোদা দয়াময়;
পিতার পরান যেন, স্বর্গবাসী হয়।


রচনা কাল ঃ
০১/০৮/২০১৭ ইং
৯ঃ৫১ পিএম।