মোরগ মুরগি পালে, যেন সব বাড়ি।
খেতে গেলে উড়ে আসে, ভাত দেয় ছাড়ি।
এঁটো ভাত বেশি দেয়, খেয়ে বাড়ে তারা।
এ বাড়ি ও বাড়ি খায়, সারা দিন ভরা।
মোরগের ডাক ফাটে, যেন শেষ রাতে।
ঘুম ভাঙে তার ডাকে, প্রত্যেক প্রভাতে।
সারা দিন কাজ যেন, চেঁচামেচি করা।
সন্ধ্যা হলে ঘরে যায়, দল বেঁধে তারা।


গ্রামের অভাব ঘরে, তারা নীল বাতি।
টিপটিপ জ্বলে হায়, যেন সারা রাতি।
মেহমান এলে বাড়ি, তাদের দয়ায়;
বেঁচে যায় যেন মান, ভোগ সুখে হয়।
দরকার হলে টাকা, ধরে দেয় বেঁচে।
এমনি এমনি করে, ভাঙা তরী সেঁচে।


রচনা কাল ঃ
০৮/০৮/২০১৭ ইং
৪ঃ২৮ পিএম।