সেদিনের পর থেকে আর কোনদিন
হয়নি তো কোন কথা আছে সব ঋণ।
কত কথা আছে মনে শুধু প্রাণ জানে
দেখা হলে তাই কথা হয় গো পরানে।
চোখে চোখ রাখা আর হয়ে পড়ে দায়
পর বধূ হয়ে গেছে ভুলে গো আমায়।
কি করে তার হৃদয়ে পাবো আর ঠাই
অন্যজনা বাস করে বলে যে সবাই।


ফুল ফুটে ঝরে গেল ফল তো হল না
সুখ নিয়ে ব্যথা দিল প্রাণে তো সহে না।
যে ঘরে আসার কথা সে ঘর আঁধার
আলো সব চলে গেল হায় অন্য দ্বার।
ফিরে আর আসবে না আর কোন ছলে
অপেক্ষায় থেকে আর প্রাণ নাহি চলে।


রচনা কাল : ১০/০৫/২০১৮ ইং