সারা নিশি জেগে আছি জানালার পাশে
সাদা মেঘ উড়ে গিয়ে নিলাকাশে হাসে।
গাছের আড়ালে চাঁদ নিরবে জ্বলছে
কুন কুন শব্দে রাত কি যেন বলছে।
বাঁশঝাড়ে জোনাকিরা পাখা ঝাপটায়
আলো দেয় তার সাথে ঠান্ডা দিতে চায়।
ধীরে ধীরে তাপ যেন বেড়েই চলছে
শরীরের প্রতি কণা তাই যেন বলছে।


অসহ্য গরমে প্রাণ যেন যায় যায়
নিশ্চুপ ভুবন যেন সবাই জিমায়।
গা ভিজে পান্তা হয়েছে কারেন্টও নাই
হাতপাখা আছে কার, কার কাছে পাই?
শুনো হে গরমের মা একটু জিরাও
ঠান্ডাকে আসতে দাও মুখ ফিরে চাও।


রচনা কাল : ২৭/০৫/২০১৮ ইং