পাখি ডাকা ভোর বেলা, ঘুম ভেঙে যায়।
কিচিরমিচির শব্দ, মোরে ডেকে যায়।
আম গাছের মাথায়, সূর্য মৃদু হেসে;
পূর্ব নীলিমায় ভোরে, ওঠে যেন ভেসে।
সোনা বর্ণ রঙ যেন, চারদিকে ছড়ে।
দূর্বা ঘাসের শিশির, ঝরে ঝরে পড়ে।
প্রকৃতির ঘুম ভাঙে, জেগে ওঠে সব।
চলে ফেরে কন্ঠ গানে, বাড়ে কলরব।


আগে উঠে পাখি যেন, ডাকে গাছে গাছে।
নিশিতের কালো রঙ, যায় যেন মুছে।
মোরগের ডাকে যেন, জেগে ওঠে পাড়া।
লোকজন তারাতারি, কাজে দেয় সাড়া।
শুরু হয় প্রতিদিন, এমনি সকাল।
সুখ দুঃখ হাসে কাঁদে, কাটে সারা কাল।


রচনা কাল ঃ
০৮/০৮/২০১৭ ইং
৭ঃ২৪ এএম।