চাঁদের আলোতে মেঠো পথ ধরে,
আসতে তুমি আমার কাছে।
প্রতি রাতে গাঙ্গের কুলে,
থাকিতাম বসে অপেক্ষাতে।
চুপি চুপি ধীরে ধীরে এসে,
ধরতে মোর চোখ আলতো করে।
বলতাম আমি এতো রাতে,
আমার পেত্নী ছাড়া কে আসবে।


দু'চোখ ছেড়ে বলতে কথা,
জুড়াইতো মোর সব ব্যাথা।
বুকের উপর রেখে মাথা,
বলছিলে আমায় চাঁদ যে একা।
হই যদি মোরা কখনো এমন,
তবু ছড়িও আলো চাঁদের মতন।


এ কথা আজ মনে পড়ে হায়,
জীবন প্রদীপ যে নিভে যায়।
তোমার কথা যে পারিনি রাখতে,
তাই আজও থাকি বসে চাঁদনী রাতে।