স্কুলে যাইতে ধরিতাম বায়না,
যাইবো না স্কুলে না দিলে টাকা।
মা বলিতেন ওরে বাছা-
দোকান হইতে নিও খাজা।
বাপ যে তোমার রহিয়াছে দুরে,
দোকানদারকে বলিবে টাকা দিবে পরে।
কাঁদিতে কাঁদিতে ঘুরিতাম পিছে,
লাগিবে না খাজা টাকা দাও মোরে।
ছিল না টাকা মায়ের কাছে,
তাইতো রেগে থাপ্পড় মারে।
সেদিন কেঁদে ভাসিয়েছিলাম বুক,
বাপের কাছে বলে পেয়েছিলাম সুখ।