খট খটা খট তাঁতের শব্দে,
ঘুম ভেঙ্গে যায় শেষ রাতে।
দিন রাত্রী সমান তালে,
কাজ করে যায় পেটের দায়ে।
দেশের বিভিন্ন প্রান্ত হতে,
শ্রমিকেরা এসে ভিড় করে।
তাদের দ্বারা মুখরিত থাকে,
সিরাজগঞ্জের বেলকুচি আর শাহজাদপুরে।
লুঙ্গি থ্রীপিচ গামছা শাড়ী,
তৈরি হয় আরও চাদর ধুতি।
এখানকার জিনিস টেকসই বলে,
রপ্তানী হয় বিভিন্ন দেশে।
বেলকুচির সোহাগপুর,এনায়েতপুর আর শাহজাদপুর,
প্রতিটি হাটেই বিদেশি ক্রেতারা থাকে ভরপুর।
কোটি কোটি টাকা হয় আদান প্রদান,
দেশের উন্নতিতে তারা রেখেছে অবদান।