বর্ষা এসেছে বুকের ভেতর
উঠছে কাঁপন আকাশের প্রানে
বর্ষা ঝড়ছে ঝর ঝর
বাংলার মেঠো পথ ঘাটে।


আকাশে মেঘ কালো হলে
ফসল নিয়ে থাকে ভয়
সাহস নিয়ে কৃষক  মাঠে
ফসলের গায়ে হাত ভুলায়।


বৈশাখের কাঠ ফাটা রোদে
গাছ পালা শুকিয়ে যায়
প্রানের স্পন্দন জেগে উঠে
প্রকৃতি হাসে বর্ষার ছোয়ায়।