গরম বিছানার উত্তাপ ছেড়ে
উঠতে মন চায় না
অপ্রতিরোধ্য আলসেমি ডেকে রাখে
শীতের সকালে সমস্ত চেতনা।


টিনের চালে শিশির ঝরে
টুপ টুপ শব্দ হয়
কিচির-মিচির পাখি ডাকে
ঘুম ভাঙ্গাতে যেনো আমায়।


শীতের সকালে কুয়াশায় ঢাকা
শক্তিমান সূর‍্য্য পুব আকাশে
এক সময় বাড়ে তাপমাত্রা
চারদিক ভাসে সোনালি রোদে।


সকাল সকাল রান্না ঘরে
বউ ঝিরা ছুটে যায়
গরম গরম বানায় পিঠে
খেয়ে মনটা জুড়িয়ে যায়।


বাস্তুহীন বৃদ্ধ-বৃদ্ধা-শিশু
গরম কাপড়হীন থাকে তারা
আমরা যদি সাহায্য করি
শীতে  সুখি হবে ধরা।