শত শত জনম ধরে চেয়েছি আমি তোরে,
শত আঘাত শত কষ্ট সয়েছি নীরব হয়ে।
তোর ভালবাসা যে আমায় করেছে পাগল পাড়া,
তুই আমারে বুঝলি না বুঝেছে আমার ধরা।
তোরে ছেড়ে বহু দূরে চেয়েছি আমি যেতে,
এই পৃথিবী বারে বারে দিয়েছে বাঁধা মোরে।
শত শত চেষ্টা করে পারিনি ভুলতে তোরে,
তাইতো আমি পাথর হয়ে ঘুরি মরুর বুকে।
শত জনের শত কথা তীর হয়ে এসে,
বুকের মাঝে গেঁথে আছে রক্ত না ঝরে।
আমার ব্যাথা কেউ তাই বুঝতে না পারে,
আসুলে কিন্তু বুকের ভেতর ক্ষত রয়ে গেছে।
যখন শূন্য হৃদয় তোর লাগি হাহাকারে ভরে,
চোখের অশ্রু কোন ভাবেই বাঁধন না মানে।