শীত বুড়ি এসেছে যে, হাহাকারে পুড়ে।
গাছের পাতা তাইতো, ঝরে ঝরে  পড়ে।
প্রকৃতি যে সাজহীন, রুক্ষতায় ভরা।
কুয়াশায় যেন থাকে, চারদিক ঘেরা।
পাখির পাখায় লাগে, শীত শীত চাপ।
তাই পাখি ডালে বসে,  থাকে চুপচাপ।
গরু ছাগল মহিষ, পেটে সালা বাঁধা;
রোজ রোজ কৃষি ভাই, যেন হয় গাধা।


গরম চাদর মুড়ি, দিয়ে থাকে দাদা।
প্রতিদিন সকালে যে, খায় মুড়ি ভাজা।
মায়ে ঝিয়ে যত্ন করে, জুড়ে দেয় রাদা।
সকালে শীতের পিঠা, খেতে ভারি মজা।
পুকুরে পানি সামান্য , দেখা যায় তল।
সুখ ও দুঃখ মিলে, কাটে শীত কাল।


রচনা কাল ঃ
২৮/০২/২০১৭ ইং
৮ঃ৩৩ পিএম।