এসেছে নতুন দিন, ধরনীর পরে।
পাখি যেন গান গায়, শত সুরে সুরে।
হাজারো পাখির ডাকে, তনু দুলে দুলে।
ভোরে পাখি ডাকে যেন, নিচু ডালে ডালে।
মনটা আমার তাই, বার বার বলে।
এমন গানের সুর, শুনি নাই কলে।
মিষ্টি মিষ্টি গানে গানে, মন যায় ভরে।
নতুন দিন এলো কি? শুধাই নিজেরে।


বিছানা ছেড়ে উঠেই, তাকালাম বনে।
দেখার মতই সভা, ভাবি মনে মনে।
ঝাকে ঝাকে ডালে  ডালে, পাখি বসে আছে।
মুখরিত এ আসর, ভরে গানে পিছে।
মনে পড়ে শত স্মৃতি, ভাবি বসে বসে।
স্বাগত পাখির মুখে, নববর্ষ আসে।


রচনা কাল ঃ
০১/০১/২০১৭ ইং
৬ঃ১৬ এএম।