শত রুপী নর দেখি সুন্দর ভুবনে,
কেহ ভাল কেহ মন্দ জগত সংসারে।
ভাল মন্দ যায় বোঝা তাদের কথনে,
ঢাকতে যে মিথ্যা কথা শত কথা দ্বারে,
যেও না তার পাশেতে ভুগবে ছলনে।
কথা বলে খুব কম কাজে ভাল করে,
কথা দিয়ে কথা রাখে বলি যে তোমারে,
এমন বন্ধু পাবে কি? এখন ভুবনে।


যতদিন রবে বেঁচে পৃথিবীর বুকে,
দেখতে পাইবে হেথা ভাল মন্দ মিশে,
সাজিয়েছে এ ভুবন বলি যে তোমাকে।
ভাল মন্দ করে করে মরিও না কেশে।
ভাল মন্দ শক্ত করে রাখো যদি বুকে,
দেখবে সুন্দর ধরা তোমার পাশে।


(অন্ত্যমিল অষ্টক কখকখকখখক এবং ষটক গঘগঘগঘ)