গানে গানে বলি আমি, সুখী হও তুমি।
সারা নিশি জেগে জেগে, ঘুম হারা আমি।
যতন করে আমায়, দিলে শত ব্যাথা।
আঘাত করে আমায়, কাঁদালে অযথা।
কত দোষ ছিল মোর, কিছু বললে না।
আজও স্বপনে খুঁজি, ভুলতো মেলে না।
বুকের ভেতর বাজে, হাহাকার সুর।
আজ আর খুঁজি না যে,   সুমধুর ভোর।


চাঁদের আলো দেখতে, উঠিনা যে রাতে।
দেখিনা সূর্যের আলো, সন্ধ্যা ও প্রভাতে।
বেদনার দিন গুলো, গত হয়ে গেছে।
তবুও  দুঃখ  বেদনা, ছাড়ে নাতো পিছে।
যে দিন বন্ধু আমার, থেমে যাবে ঘড়ি।
গাছের পাতা ঝরবে, হয়ে শুষ্ক খড়ি।


রচনা কাল ঃ
০৩/০১/২০১৭ ইং
১০ঃ৪৭ এিএম।