নৌকায় ভ্রমণ করবো বলে,
কথা চলছিল নদীর কূলে।
চাঁদা বিশ টাকা ধরা হয়েছে,
দলপতি রেগে আগুন পিছে।
বার বার নেতা হিসাব কষে,
পাঁচ টাকা বাড়ে সবার শেষে।
পাঁচ বেড়ে গেলে অনেকে সরে,
লোক সংখ্যা কমে ষোলতে ধরে।
তিন বার গুনে হিসাব করে,
চারশত টাকা মোটের পরে।
সবাই নৌকায় আগেই চরে,
নেতা হেসে হেসে উঠল পরে।
নেতার হুকুমে ছাড়ল নৌকা,
নৌকার চালক চালাতে পাকা।
সারা দিন কাটে বহু মজায়,
ফিরে আসি বাড়ি সন্ধ্যা বেলায়।
নেতার বুদ্ধির দুয়ার খোলে,
সবার টাকার হিসাব মেলে।


এভাবেই হল নৌকা ভ্রমণ,
আজও যে আছে দিব্যি স্মরণ।