ঘুঘু বানায়াছে বাসা পাতারি ডালে,
দুটি খোকা প্রতিদিন আসে গাছ তলে।
ঘুঘু থাকে নিজ ঘরে তারা গাছ তলে,
এমন করে তাদের দিন গুলো চলে।
ঘুঘু ধরার আশায়  সারা দিন ঘুরে,
ফান তৈরি করে কত, মজবুত করে।
মায়ে ভাবে সারাদিন খোকারা কি করে,
বানায় খাঁচা বানায় ফান সারাদিন ভরে।
খাওয়া-দাওয়া নেই, শুধু শুধু ঘুরে,
অনেক বকে যে মায়ে তাদের ও তরে।


বড় খোকা গাছে উঠে ছোট খোকা নিচে,
ঘুঘু যে বুঝতে পেরে উড়ে যায় বেঁচে।
খোকারা অবাক চোখে ঘুঘু দেখে তাই,
দুজনেই বলে শেষে চল বাড়ি যাই।