সবই আছে আমার, চেয়ে দেখ তুমি
সেই আগেরই মত,স্বপ্ন দেখি আমি।
গান গেয়ে চলি ফিরি,সেই সুরে সুরে
কত শত লোক শোনে, সারা দিন ভরে।
ধীরে ধীরে মৃদু পায়ে হেটে যাই আমি,
থাকতে যেথায় তুমি সেখানেই থামি।
আগেরই মতই আমি আঁখি মেলে থাকি,
তোমায় মেলেনা দেখা, রয়ে যায় বাকি।
এখনো যে মনে হয়, আমারই তুমি
খুঁজে বেড়াই তাইতো , তোমারে যে আমি।
বিলের ধারে বাতাস আগের মতই
এখনো সেখানে যেয়ে হাওয়া লাগাই।
আজও আমার পাশে সবই যে আছে,
তবু যেনো মনে হয়, জীবন যে মিছে।