দক্ষিণা হাওয়া বয়,যমুনার তরে
কূলে তারা বসে আছে,মন ভার করে।
পবনে জুড়ায় তনু,মনে অগ্নি জল
কোথায় মিলবে হায়,মনের শীতল।
যমুনার জলে ভাসে,কচুরির পানা
স্রোতে ভাসে বাড়ি ঘর,যায় নাতো গোনা।
হারিয়ে তাদের ঘর,ব্যথা ভরা বুক
যমুনার পাড়ে  কাঁদে,কত শত লোক।


কেমনে যে ভাসে ঘর,নদীর ধারায়
পাড়ে এসে কত লোক, চেয়ে শুধু রয়।
যমুনা পাড়ের লোক,কত অসহায়
বাড়ি ঘর ছেড়ে তারা, নভ তলে রয়।
নিভন্ত আশার বাতি,জ্বলবে আবার
রাখো যদি দুটি হাত, তাদের উপর।