পুতুলের বিয়ে তাই,ঘটক এসেছে
পুতুল সাজায় খুকি, নিজেও সেজেছে।
পাকা কথা দিয়ে যায়, ও বাড়ির খোকা
সাত দিন পরে হবে, পুতুলের নিকা।
ভাবনা খোকা খুকির, দিন রাত ভরে
পুতুলের দেখা শুনা, ঠিক ভাবে করে।
ভাল করে কাঁথা খুকি, করে যে সেলাই
সাজায় সযত্নে খোকা, পুতুল জামাই।


একে একে সাত দিন,ফুরিয়ে যে গেল
বর হাতে তাই েখোকা, কনে বাড়ি এল।
নানান খাবার তারা, পেট ভরে খায়
খুশির সাথে পুতুল,  বিয়ে হয়ে যায়।
পুতুল বিদায় দিল, ধুমধাম করে
খোকা নিয়ে চলে গেল, খুকি কান্দে ঘরে ।


রচনা কালঃ
২৩/০১/২০১৭
২ঃ৩৯ পিএম।