বাংলার মাটিতে ফলে, সোনার ফসল
ভোরেতে কৃষক যায়, কাঁধেতে  লাঙ্গল।
সোনার বদন খাটে, সারা দিন ভরে
ফসল ফলায় তারা, রক্ত জল করে।
রোদ-বৃষ্টির যন্ত্রনা, সহ্য করে তারা
তবুও পায় না খেতে, দুই বেলা ওরা।
যাদের চোখের জলে, ফসল যে ফলে
কৃষান কৃষাণি তারা, পরে রয় তলে।


শহরের কোটিপতি, দেয় না কো দাম
পায়ের তলায় পিষে, কৃষকের নাম।
ছোট লোক বলে তারা, দেয় কত গালি
দেখায় বড়াই তারা, কলমের কালি।
থাকলে বসে কৃষক, ছুটবে ভন্ডামি
না খেয়ে মরবে যথা, নামে শুধু দামি।


রচনা কালঃ
২৪/০১/২০১৭
১১ঃ৪৪ পিএম।