মাদকে ভরছে দেশ, কোথা বাদ নাই
ধ্বংস তরুণ সমাজ, হৃদপিন্ড ছাই।
দেশ পুড়ে ছাড়খার, কোথা বাদ নাই
এমন করে চললে, সুখ কোথা পাই।
নেশা করে বাড়ি ফেরে, তরুণ সমাজ
জানতে চাইলে বলে, নাই মোর কাজ।
এমন করে তরুণ, বেকার থাকলে
হতাশায় ভুগে পরে, নেশার কবলে।


নেশা করলে মানুষ, মানুষ থাকে না
তার ভেতরে মনুষ্যত্ব, কাজ যে করে না।
তাই সে করে বেড়ায়, চুরি চাঁদাবাজি
ধর্ষন ও লুটপাট,  হত্যা বোমা বাজি।
এতকিছুর মূলে যে, কারণ বেকার
বেকারত্ত রোধ না হলে, বন্ধ করা ভার।


রচনা কালঃ
২৭/০১/২০১৭
৬ঃ৪৮ পিএম।