ওরে কোন কারিগর, বানায়রে মন
কোন দেশে তার বাড়ি, কেমন বদন।
সুন্দর একটা মন, গড়বো যে আমি
তার কাছে নিয়ে চল,যেতে চাই আমি।
মোর দুঃখের কাহিনী,বলবো যে তারে
জীবনের ব্যথার সিন্ধু,খুলে দিব তারে।
ভুবনের শত জ্বালা,আমার জীবনে
নিয়ে চল সেথা বন্ধু, সয়না পরানে।


ভাল মন খুঁজে খুঁজে, ক্লান্ত হয়ে যাই
গাছের ছায়ার তলে, একটু জিরাই।
সেথায় বৃদ্ধের সাথে, দেখা হল ভাই
মনের জ্বালার কথা, খুলে তারে কই।
হেসে হেসে বৃদ্ধ মোরে, কয় বাড়ি যাও
ভাল মন পেতে হলে, ছাড়ো মিথ্যা গাঁও।