বাংলা আমাদের ভাষা,বাংলা কথা বলি
ভাষার জন্য জীবন, বাজি রেখে চলি।
আমরা জাতি বাঙ্গালী, করি না তো ভয়
হেটেছি বোমার মুখে, জানি হবে জয়।
এগিয়ে চললে মোরা, থামি নাতো আর
যুগে যুগে পরিচয়, দিছি শত বার।
কত ইতিহাস আছে, বাঙ্গালী জাতির
জানে সারা বিশ্ব ধরা, হয়েছে জাহির।


কত আন্দলনে মোরা, টিকে আছি দেশে
পৃথিবীর বুকে আছি, সাহসীর বেশে।
বায়ান্নতে ভাষা গড়ি, একাত্তরে দেশ
ঠিক ভাবে ঐক্য ছিল, আমাদের দেশ।
আজ কেন এই দেশ, স্বাধীনতা হারা
জোর যার সব তার, গছে কোন চারা?


রচনাকাল ঃ
২৮/০১/২০১৭
৭ঃ১৭ পিএম।