কুঁজো বুড়ির গলায়, বাঁধা থাকে মালা
বাড়ি বাড়ি ঘুরে তার, কাটে সারা বেলা।
কুঁড়েঘরে থাকে বুড়ি, একেলা আঁধারে
হালকা বাতাসে ঘর, নড়বড় করে।
সমিরের বাঁশ ঝাড়ে, তার ঘর খানি
সমিরের বউ সেথা, ফেলে এঁটো পানি।
মাছি ভন ভন করে, গন্ধ চারদিকে
তবুও বুড়ি সেথায়, চোখ বুঝে থাকে।


আঁচলে বাঁধা থলেতে, থাকে মুড়ি ভাজা
আম, লিচু, ছোলা, ঝুরি, আর কত খাজা।
ছেলে মেয়ে ভীর করে, ঘিরে তাকে বসে
তার দেয়া খাজা পেয়ে, মিষ্টি মিষ্টি হাসে।
এ বাড়ি ও বাড়ি খেয়ে, দিন চলে তার
রাতে ঘুমে নাক ডাকে, শান্তি কঁুড়েঘর।


রচনা কালঃ
৩১/০১/২০১৭
৮ঃ৪২ পিএম।