সেই বসন্তের দিন, পাশে ছিল প্রিয়া
কাঁদো মুখে বলে ছিল, যাবে না ভুলিয়া।
জনম জনম মোর, হাতে হাত রেখে
চলবো সারা জীবন, থাকবো যে সুখে।
আকাশের বুকে পাখি, গান গেয়ে যায়
তোমার বুকে আমার, সুখ গুলো রয়।
চোখের দিকে তাকাও, স্বপ্ন শুধু তোমা
ভুলে গেলে আমি কিন্তু? করবো না ক্ষমা।


বসন্ত ফুরিয়ে গেল, প্রিয়া চলে গেল
যত কথা ছিল তার, সব ভুলে গেল।
ছলনা দিয়ে আমায়, সব সুখ নিল
হৃদয়টা শূন্য করে, কষ্ট ভরে দিল।
স্মৃতির পাতায় পাই, সেই সোনা মুখ
যে মুখের কন্ঠস্বরে, মন পেত সুখ।


রচনা কালঃ
০১/০২/২০১৭
৯ঃ৩৪ পিএম।