বহু দিন চলে গেছে, হারিয়েছি মন
বহু পথ হেটে আজ, ফিরে দেখা ধন।
চেয়ে দেখি অপলকে, ধূসর স্মৃতিতে
সেই পুরনো গান, বাজে পরানেতে।
পুরনো দিনের কথা, শুধু ভাসে মনে
আগের মতই আছি, সময়ের সনে।
সবাই সে দিন ভুলে, সংসারে সংসারী
আমি শুধু আজ একা, নীরব রজনী।


সবার অট্ট হাসিতে, হৃদয় দহনে
এলো আঁধার গভীর, মোর দু' নয়নে।
সবার সুখের হাসি, আকাশে পবনে
ঘন মেঘে ঢাকা মোর, হৃদয় কাননে।
জোড়ায় জোড়ায় বাঁধা, সবারই মন
আমি শুধু একা হায়, একলা ভুবন।


রচনা কাল ঃ
০৪/০২/২০১৭
১০ঃ১২ পিএম।