খোকন ঘুমায় খাটে, পাশে ছোট্ট বাটি
দুধে ভরা থাকে সেথা, খেয়ে বাড়ে পুষ্টি।
খোকন খেলায় স্বপ্নে, হাসি ফোটে ঠোটে
ছড়িয়ে খেলে হাত পা, নাচে আর ছোটে।
ঘুম থেকে ওঠে খোকা, চারদিকে চায়
মায়ের সাড়া না পেলে, নয়ন ভাসায়।
খোকার মনের ভাষা, লেগে থাকে চোট
একটি কথা বোঝাতে, নড়ে শুধু ঠোট।


খোকার আধ কথায়, ভুবনটা হাসে
একটি কথার ছলে, শত কথা ভাসে।
খোকার ভাষা সহজ, বুঝতে পারলে
মজবে কথার ছলে, সুখ তলে তলে।
খোকা কাঁদে খোকা হাসে,তাকায় নীরবে
একটু আদর দিলে, সঙ্গে সঙ্গে রবে।


রচনা কাল ঃ
০৫/০২/২০১৭
১১ঃ৫৯ পিএম।